ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দায়িত্ব পালনরত অবস্থায় মারা গেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল এস-এর সিটি রিপোর্টার তরিকুল শিবলী (৪০)। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হল এলাকায় সরাসরি সম্প্রচারে (লাইভে) যুক্ত ছিলেন তিনি। হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
তৎক্ষণাৎ সহকর্মী সাংবাদিকরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা প্রাথমিকভাবে ধারণা করছেন, আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। সাংবাদিক তরিকুল শিবলীর মৃত্যু সংবাদে সহকর্মী সাংবাদিক সমাজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গভীর শোকের ছায়া নেমে আসে। তার সহকর্মী সোহেল রানা জানান, “লাইভ চলাকালীন হঠাৎ করেই তিনি পড়ে যান। আমরা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।”
নিহত তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। বর্তমানে তিনি ঢাকার দিয়াবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন। হঠাৎ এই অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির একাধিক সদস্য জানিয়েছেন, নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে এমন একটি মর্মান্তিক ঘটনা সবার জন্যই বেদনাদায়ক। তারা প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।