নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে (টিআইএ) মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিরাপত্তাজনিত শঙ্কা ও বিরূপ পরিস্থিতির কারণে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ কারণে যাত্রীদের ব্যাপক ভোগান্তি পোহাতে হচ্ছে। যাত্রীদের এই অসুবিধার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে। খবর দিয়েছে স্থানীয় দৈনিক কাঠমান্ডু পোস্ট। টিআইএর জেনারেল ম্যানেজার হানসা রাজ পান্ডে জানান, মঙ্গলবার দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে কোটেশ্বর এলাকায় হঠাৎ ধোঁয়া ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, “বিমানবন্দর স্থায়ীভাবে বন্ধ করা হয়নি এবং ভবিষ্যতেও তা করার কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইট পুনরায় চালু করা হবে।”
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানায়, ধোঁয়া ছড়িয়ে পড়া এবং নিরাপত্তা ঝুঁকির কারণে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় ক্রু সদস্যরা সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারছেন না। ফলে কার্যত সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করতে হয়েছে। শুধু আন্তর্জাতিক নয়, নিরাপত্তা বিবেচনায় দেশীয় ফ্লাইটও বন্ধ রাখা হয়েছে। এরই মধ্যে বুদ্ধ এয়ারসহ নেপালের সব অভ্যন্তরীণ এয়ারলাইন্স তাদের নির্ধারিত ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। এতে ভ্রমণকারীরা বিমানবন্দরে আটকা পড়েছেন এবং অনেকে বিকল্প যোগাযোগ ব্যবস্থার খোঁজ করছেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চলছে। ধোঁয়ার উৎস অনুসন্ধান ও নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক হলে পর্যায়ক্রমে ফ্লাইট চলাচল পুনরায় শুরু করা হবে বলে আশা করা হচ্ছে।